সিটি কর্পোরেশনের বুলডোজার ভাঙচুর । বাংলা নিউজ-go99news

 সিটি কর্পোরেশনের বুলডোজার ভাঙচুর

আজ বেলা দুপুর একটায় বিক্রমপুর গার্ডেন সিটির মার্কেট রাস্তা সিটি কর্পোরেশনের মার্কেটের নিচের অবৈধ জায়গা উদ্ধার করার উদ্দেশ্যে অভিযান চালায় । 

সিটি কর্পোরেশনের বুলডোজার ভাঙচুর_go99news


রাস্তায় থাকা অবৈধ হোটেল চার দোকান ভাঙচুর করেন ।মার্কেটের রাস্তায় কিছু মোটরসাইকেল রাখা মোটরসাইকেল গুলোকে বুলডোজার ধাক্কা দিয়ে ফেলে দিতে ছিল । কিছুক্ষণ পর মার্কেটে থাকা মোটরসাইকেল এর মালিক গুলো মোটরসাইকেল ধাক্কা দিতে দেখে বুলডোজারের ওপর হামলা চালায় 


সিটি কর্পোরেশনের বুলডোজার ভাঙচুর images 2_go99news

বুলডোজারের থাকা সিটি কর্পোরেশনের কর্মী পালিয়ে যায় । রাস্তায় থাকা দোকানগুলো বন্ধ করে দেয় । বুলডোজার এবং পাশে থাকা ট্রাক এর গ্লাস ভেঙে চুরমার করে ফেলে । 


সিটি কর্পোরেশনের বুলডোজার ভাঙচুর images4_go99news

দুই ঘন্টার মতন সেখানে সব বন্ধ থাকে। সেখানে থাকা মোটরসাইকেলগুলো অনেকটি ক্ষতি হয়। পুলিশ এসে রাস্তাঘাট কিলিয়ার করে।ঢাকা গেন্ডারিয়া ডি আই টি প্লাট এ গত শনিবারে দুপুর ২টা বাজা হটাট আগুন লাগে জায়


1 Comments

Post a Comment

Previous Post Next Post