বাংলাদেশ মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির আবেদন শুরু ১১ ফেব্রুয়ারি, পরীক্ষা ২ এপ্রিল

 ঢাকা: ২০২০-২০২১ শিক্ষাবর্ষে দেশের সব সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তির আবেদন শুরু হচ্ছে ১১ ফেব্রুয়ারি। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের ভর্তি নীতিমালা অনুযায়ী অনলাইনে ১১ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে আবেদন শুরু হয়ে চলবে ১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।


বাংলাদেশ-মেডিকেল-কলেজে-এমবিবিএস-কোর্সে-ভর্তির-আবেদন-শুরু-১১-ফেব্রুয়ারি,-পরীক্ষা-২-এপ্রিল




ভর্তি পরীক্ষার তারিখ 

এপ্রিল মাসের ২ তারিখ সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত ১০০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

পরীক্ষাপদ্ধতি ও মেধাতালিকা যেভাবে 

১০০০টি এমসিকিউ প্রশ্নের (প্রতিটির মান ২) পরীক্ষায় পদার্থবিদ্যায় ২৫, রসায়নবিদ্যায় ২৬, জীববিজ্ঞানে ৩২, ইংরেজিতে ১৬ এবং সাধারণ জ্ঞান, ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ক ১১ নম্বর থাকবে।

মেধাতালিকা তৈরি করা হবে যেভাবে 

ডা. একেএম আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ-মেডিকেল-কলেজে-এমবিবিএস-কোর্সে-ভর্তির-আবেদন-শুরু-১১-ফেব্রুয়ারি,-পরীক্ষা-২-এপ্রিল



রোববার (৭ ফেব্রুয়ারি) অধ্যাপক বিজ্ঞতিতে বলা হয়, টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ১ হাজার টাকা পাঠিয়ে দিয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করতে হবে ।


দেশের মানুষ যারা যারা ২০১৬ বা ২০১৭ সালে এসএসসি বা সমমানের পরীক্ষা এবং ২০১৬ বা ২০১৮ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় (পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞানসহ) উত্তীর্ণ হয়েছেন তারা ভর্তি আবেদন করতে পারবেন। ২০১৭ সালের আগে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।


Post a Comment

Previous Post Next Post