বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পোলেরহাট বাজারে আগুন লেগে ১৯টি দোকন পুড়ে গেছে।
এই আগুনে কেউ নিহত হয়নি এবং আহত হয়নি কিন্তু ক্ষতি হয়েছে অনেক জিনিসপত্র।
এতে ১৯ টি দোকানদারদের জিনিসপত্র এতে ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।
শনিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে
তিনটায় এ আগুন লাগে।
বাগেরহাট ও মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো.গোলাম সরোয়ার বলেন, স্থানীয়দের বক্তব্য অনুযায়ী বিকেলে পোলেরহাট বাজারে বৈদ্যুতিক শট-সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তের মধ্যে সে
আগুন চার পাশে ছড়িয়ে পড়ে। সাথে সাথে সেই খবর বাগেরহাট ও মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস কে জানানো হয়
। ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। তবে এর আগেই ১৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ১৯টি দোকানের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দাবি, তাদের ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
Post a Comment