কেরানীগঞ্জের পূর্ব চড়াইল খেলার মাঠ সংলগ্ন তিনতলায় একটি ভবন হঠাৎ করে পাশে থাকা পুকুরে হেলে পড়ে।
শুক্রবার
সকাল আটটার দিকে কেরানীগঞ্জের পূর্ব চড়াইল খেলার মাঠ সংলগ্ন এই ঘটনা ঘটেছে
সে সময়ে ফায়ার সার্ভিসকে জানানো হয় । ফায়ার সার্ভিসের টিম এসে ভবনটির
মধ্যে আটকে পড়া মানুষদের কে বের করে নিয়ে আসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের
নিয়ন্ত্রণ কক্ষ।
ফায়ার
সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, ‘ধসে পড়া ভবনটির মধ্যে অনেককেই আটকা পড়ে । ধসে পড়া ভবন থেকে এর মধ্যে দুই
জন আহত মহিলাকে বের করে নিয়ে আসে।
খবর
পাওয়ার সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। আহত ও আটকে পড়াদের
মানুষগুলোকে উদ্ধার
করা হয়েছে। ধসে পড়া ভবনটির মধ্যে কোন
প্রাণহানির
ঘটনা ঘটেনি। শুধুমাত্র সাতজন একটু আঘাত পেয়েছে।
উদ্ধার
তৎপরতার সঙ্গে যুক্ত ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছে, এখন আর হেলে পড়া ভবনটিতে কেউ আটকে নেই।
স্থানীয়রা
বলছেন, ভবনটিতে আট থেকে ১১
জন বসবাস করতেন। সবাই একটি পরিবারের ছিল। সকাল সাতটার দিকে ভবনটি একটু একটু করে
হলে পড়া শুরু করে।
স্থানীয়
একাধিক ব্যক্তি জানান, ধসে পড়া ভবন টি ১৫ থেকে
১৬ বছর আগে বানানো হয়। এতে কোন প্রকার পাইলিং ছাড়াই তৈরি করে । এরকম আরো অনেক বাড়ি রয়েছে সেখানে।
ভরাট
করা নিচু জমিতে ১৫-১৬ বছর
আগে কোনো ধরনের পাইলিং ছাড়াই নির্মাণ করা হয় ভবনটি। পাশেই
এমন আরেকটি ভবন রয়েছে। কিছুদিন পরে সে বাড়িটি আবারও তৈরি
করা হবে কিন্তু এবার পাইলিং করেই বাড়িটি তুলবে মালিকপক্ষ জানায় ।
আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন মালিকপক্ষ
এ মুহূর্তে প্রাণে বেঁচে যায় এই ভুল আর কখনো করবে না। আহতদেরকে কেরানীগঞ্জের হাসপাতালে চিকিৎসা
দেওয়া হয় এখন তারা সুস্থ আছে।
Post a Comment